Home

History of Bangladesh
(বাংলাদেশের ইতিহাস)

বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি জনবহুল ও স্বাধীন রাষ্ট্র। ১৯৭১ সালের ২৬ মার্চ হতে ১৬ ডিসেম্বর পর্যন্ত সুদীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধে পশ্চিম পাকিস্তানকে পরাজিত করে স্বাধীনতা অর্জনের মাধ্যমে বিশ্ব মানচিত্রে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে পূর্ব পাকিস্তান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ হিসেবে আত্মপ্রকাশ করে।


৫ ডিসেম্বর, ১৯৬৯ সালে 'গণতন্ত্রের মানসপুত্র' হোসেন শহীদ সোহরাওয়ার্দির ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা করেন, "আমাদের স্বাধীন দেশটির নাম হবে বাংলাদেশ"। তথ্যসূত্র: বাংলাদেশের নাম কীভাবে 'বাংলাদেশ' হল?

পাকিস্তান আমল (১৯৪৭-১৯৭১)

১৪ আগস্ট ১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হয়। ভারত ও পাকিস্তান পৃথকীকরণের মাধ্যমে ভারতের ২ দিকে পশ্চিশ পাকিস্তান ও পূর্ব পাকিস্তান রাষ্ট্রের অংশ হিসেবে পূর্ব বাংলা গঠিত হয়।


ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি (১৭৫৭-১৯৪৭)

১৭৫৭ সালের জুন ২৩ তারিখে পলাশী নামক স্থানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার যে যুদ্ধ সংঘটিত হয়েছিল তাই পলাশীর যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি জয়লাভ করে এবং নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হন এবং এরই মধ্য দিয়ে ভারতে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয়।


নবাব সিরাজউদ্দৌলা: নবাব সিরাজউদ্দৌলা ছিলেন বাংলা, বিহার ওড়িশার শেষ স্বাধীন নবাব। পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয় ও মৃত্যুর পর ভারতের ১৯০ বছরের ব্রিটিশ শাসন শুরু হয়।
রাজত্বকাল: ৯ এপ্রিল ১৭৫৬ – ২৩ জুন ১৭৫৭


নবাব আলীবর্দী খান:
রাজত্বকাল: ২৯ এপ্রিল ১৭৪০ – ৯ এপ্রিল ১৭৫৬


সরফরাজ খান:
রাজত্বকাল: ১৭২৭ ও ১৭৩৯-১৭৪০


সুজা উদ্দিন মুহাম্মদ খান:
রাজত্বকাল: ১৭২৭-১৭৩৯


মুর্শিদ কুলি খান:
রাজত্বকাল: ১৭১৭–১৭২৭



মুঘল সাম্রাজ্য (১৫২৬–১৮৫৭):


১ম মুঘল সম্রাট:
জহিরউদ্দিন মুহাম্মদ (বাবর) শাসনকাল: ৩০ এপ্রিল ১৫২৬ খ্রি. থেকে ২৬ ডিসেম্বর ১৫৩০ খ্রি. বাবা ও মায়ের দিক থেকে যথাক্রমে তৈমুর লং ও চেঙ্গিস খানের বংশধর ছিলেন। জহিরউদ্দিন মুহাম্মদ বাবর মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন।

সর্বশেষ মুঘল সম্রাট:
আবু জাফর সিরাজউদ্দিন মুহাম্মদ বাহাদুর শাহ জাফর (দ্বিতীয় বাহাদুর শাহ) শাসনকাল: ২৮ সেপ্টেম্বর ১৮৩৭ খ্রি. হতে ১৪ সেপ্টেম্বর ১৮৫৭ খ্রি. (১৯ বছর ৩৫১ দিন) ছিলেন সর্বশেষ মুঘল সম্রাট। এর মাধ্যমে মুঘল সাম্রাজ্যের সমাপ্তি ঘটে।







তথ্যসূত্র:

ভারতবর্ষে মুঘল শাসন (১৫২৬-১৭০৭ খ্রি.)
বাংলাদেশের ইতিহাস (১৭০৪-১৯৭১)
বাংলাদেশের ইতিহাস - উইকিপিডিয়া
মুঘল সাম্রাজ্য - উইকিপিডিয়া
মুঘল সাম্রাজ্যের ইতিহাস ১৫২৬-১৮৫৭ খ্রি.
বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য ও মহান মুক্তিযুদ্ধ - শেখ মুজিবুর
বাংলাদেশের নাম কীভাবে 'বাংলাদেশ' হল?



Flag Counter