Home

Maldives
মালদ্বীপ

রাষ্ট্রীয় নাম কি?
-রিপাবলিক অব মালদ্বীপ (Republic of Maldives)

সার্কভুক্ত কোন দেশের সীমান্তবর্তী কোনো দেশ নেই?
-মালদ্বীপ

রাজধানীর নাম কি? (Capital of Maldives: Male)
-মালে

কোন দেশের উপনিবেশ ছিল? (Independence: 26 July 1965 (from UK))
-যুক্তরাজ্য

স্বাধীনতা লাভ করে কবে? (Independence: 26 July 1965 (from UK)
২৬ জুলাই ১৯৬৫

আয়তন কত? [Total area of Maldives: 298 sq. km.]
-২৯৮ বর্গ কিমি [298 sq. km.]

লোকসংখ্যা কত? [Total population of Maldives: 3,28,536 (January, 2012)]
-৩,২৮,৫৩৬ জন [জানুয়ারী, ২০১২]

জনসংখ্যা বৃদ্ধির হার কত?
-১.৩% [UNFPA Report 2011]

শিক্ষার হার কত? (Literacy rate: 98% )
-৯৮% [UNESCO Report 2011]

সরকার প্রধান কে?
-রাষ্ট্রপতি

প্রথম রাষ্ট্রপতি কে? ( )
-ইব্রাহীম নাসির

বর্তমান রাষ্ট্রপতি কে? (current President of Maldives: Dr Mohamed Waheed, 5th President of the Maldives)
-ড. মোহাম্মদ ওয়াহিদ [The President's Office of Maldives]

মুদ্রা কি? (Currency of Maldives: Rufiyaa (MVR)
-রুপিয়া(Rufiyaa (MVR)

কেন্দ্রী ব্যাংকের নাম কি? (Central Bank of Maldives)
মালদ্বীপ মনিটারি অথরিটি (Maldives Monetary Authority)

প্রধান ধর্ম কি?
-ইসলাম

জাতীয় ভাষা কি? (National Language of Maldives: Dhivehi)
-দিবেহী

জাতীয় সঙ্গীতের শিরোনাম কি? (Anthem: Gaumii salaam "National Salute")
-Gaumii Salaam

Maldives phone code: 960

গড় আয়ু কত?
৭৬.৮ বছর [UNDP Report 2011]

মাথাপিছু আয় কত?
৫,২৭৬ মা.ডলার [UNDP Report 2011]

প্রেসিডেন্টের মেয়াদকাল কত?
-৫ বছর

জাতীয় পতাকার বর্ণনা কি?
-মাঝখানে সবুজ রং ও সাদা চাঁদ, তার চারপাশে লাল রং

জাতিসংঘের সদস্যপদ লাভ করে কবে?
-২১ সেপ্টেম্বর ১৯৬৫

আইনসভার নাম কি?
-পিপল'স মজলিস

আইনসভার সদস্য কত?
৭৭

উল্লেখযোগ্য রাজনৈতিক দল কি কি? (Major political parties in Maldives)
Maldivian Democratic Party, Dhivehi Rayyithunge Party, Maldives National Congress, Islamic Democratic Party, Progressive Party of Maldives, Republican Party, Poverty Alleviating Party, Social Liberal Party etc.
-মালদ্বীপ ডেমোক্রেটিক পার্টি, দিবেহী রেইথাং পার্টি, মালদ্বীপ ন্যাশনাল কংগ্রেস, ইসলামিক ডেমোক্রেটিক পার্টি, ইসলামিক ডেমোক্রেটিক পার্টি, প্রোগ্রেসিভ পার্টি অব মালদ্বীপ, রিপাবলিকান পার্টি, পোভার্টি এলিভিয়েটিং পার্টি, সোস্যাল লিবারেল পার্টি প্রভৃতি।

জাতীয় প্রতীক কি?
-মাঝখানে হলুদ চাঁদ ও তারা, দুই পাশে দুটি জাতীয় পতাকা, উপরে নারিকেল গাছ এবং নিচে মালদ্বীপের স্থানীয় নাম।

সার্কভুক্ত কোন দেশে বিশ্ববিদ্যালয় নেই?
-মালদ্বীপ

সার্কভুক্ত কোন দেশের দূতাবাস বাংলাদেশে নেই?
-মালদ্বীপ

সার্কভুক্ত কোন দেশে সেনাবাহিনী নেই?
-মালদ্বীপ

প্রথমবারের মতো বহুদলীয় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় কবে?
-৮ অক্টোবর ২০০৮

এশিয়ায় আয়তনে ও জনসংখ্যায় সবচেয়ে ছোট দেশ কোনটি?
-মালদ্বীপ

মালদ্বীপের অর্থনীতির মূলভিত্তি কি?
-পর্যটন শিল্প ও মতস্য(মাছ) সম্পদ

মালদ্বীপের তথা এশিয়ার দীর্ঘকালীন প্রেসিডেন্ট কে ছিলেন?
-মামুন আব্দুল গাইউম

মালদ্বীপের নেলসন ম্যান্ডেলা নামে খ্যাত কে?
-মোহাম্মদ আন্নি নাশিদ

মালদ্বীপে মোট দ্বীপ কতটি?
-১১৯০ টি (এর মধ্যে মানব বসতি দ্বীপ ২০০ এবং রিসোর্ট দ্বীপ ৯৯)

মালদ্বীপে ইসলাম প্রবর্তন হয় কবে?
-১১৫৩ সালে

বাংলাদেশের সাথে মালদ্বীপের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয় কবে?
-২২ সেপ্টেম্বর ১৯৭৮

বিশ্বের কোন দেশ প্রথম পানির নিচে (সাগরতলে) মন্ত্রিসভার বৈঠক করে?
-মালদ্বীপ (১৭ অক্টোবর ২০০৯)

Administrative divisions of Maldives:
Faafu, Gaafu Alifu, Gaafu Dhaalu, Alifu, Baa, Gnaviyani, Haa Alifu, Haa Dhaalu, Raa, Thaa, Vaavu Shaviyani, Kaafu, Laamu, Lhaviyani, Male, Meemu, Dhaalu, Noonu, Seenu.

Some useful information of Maldives:


Earn Money Online


Villages of Bangladesh

Union Parishad

Municipality in Bangladesh

Ministers in Bangladesh , Abbreviation Bangladesh

World

Bangladesh , India , Pakistan , Sri Lanka , Maldives , United States Australia China , United Kingdom , Oman

Forum , Member , images , Blog

Bangladesh Districts