Home

Bangladesh info
এক নজরে বাংলাদেশ

বাংলাতে সরকারি নাম : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
ইংরেজিতে সরকারি নাম : The People's Republic of Bangladesh
রাজধানী : ঢাকা
বাংলাদেশের আয়তন : ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার
বাংলাদেশে মোট জনসংখ্যা : ১৬,১০,৮৩,৮০৪ (জুলাই ২০১২)
মুদ্রা : টাকা
জাতীয় সঙ্গীত : "আমার সোনার বাংলা"
জাতীয় ফুল : শাপলা
জাতীয় প্রতিক : রয়েল বেঙ্গল টাইগার
সীমানা : উত্তরে- ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়, পূর্বে-ভারতের আসাম, ত্রিপুরা, মিজোরাম ও মায়ানমান, পশ্চিমে-ভারতের পশ্চিমবঙ্গ এবং দক্ষিণে-বঙ্গোপসাগর।
বাংলাদেশের সীমান্ত সংলগ্ন দেশ : ২ টি (ভারত ও মায়ানমার)
বাংলাদেশের মোট সীমানা : ৫১৩৮ কিলোমিটার
রাষ্ট্র ভাষা : বাংলা (দ্বিতীয় ভাষা ইংরেজী)
বাংলা ভাষা বিশ্বের : চতুর্থ অবস্থানে
জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান : ৭ম (মুসলিম বিশ্বে-তৃতীয়)
স্থানীয় সময় : গ্রীনিচ সময় +৬ ঘন্টা
সরকার পদ্ধতি : সংসদীয় পদ্ধতির সরকার
মোট সংসদীয় আসন সংখ্যা : ৩৪৫টি। (৩০০টি আসনে সরাসরি নির্বাচনের এবং ৪৫টি আসন প্রতিনিধিত্বের ভিত্তিতে মহিলা প্রতিনিধিদের মধ্যে বন্টন)।
বিভাগ : ৭ টি (ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, বরিশাল, সিলেট)
জেলা : ৬৪ টি
উপজেলা : ৪৯৩ টি
ইউনিয়ন : ৪৫২৭ টি
গ্রাম : ৮৭৩১৯ টি
সিটি করপোরেশন : ৯ টি (ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা উত্তর সিটি করপোরেশন, চট্টগ্রাম সিটি করপোরেশন, রাজশাহী সিটি করপোরেশন, খুলনা সিটি করপোরেশন, বরিশাল সিটি করপোরেশন, সিলেট সিটি করপোরেশন, কুমিল্লা সিটি করপোরেশন, নারায়নগঞ্জ সিটি করপোরেশন)
মোট পৌরসভা : ৩০৯ টি
বৃহত্তম বিভাগ : রাজশাহী (আয়তন : ৩৪,৫১৫ বর্গ কিলোমিটার)
ক্ষুদ্রতম বিভাগ : সিলেট (১,২৫,৫৯৬ বর্গ কিলোমিটার)
জনসংখ্যায় বড় বিভাগ : ঢাকা
জনসংখ্যা ছোট বিভাগ : সিলেট
জনসংখ্যায় বড় জেলা : ঢাকা
জনসংখ্যায় ছোট জেলা : বান্দরবান
সর্ব উত্তরের উপজেলা ও জেলা : তেতুলিয়া, পঞ্চগড়
সর্ব দক্ষিণের উপজেলা ও জেলা : টেকনাফ, কঙ্বাজার
সর্ব পূর্বের জেলা : বান্দরবান
সর্ব পশ্চিমের জেলা : চাঁপাই নবাবগঞ্জ
সর্ব দক্ষিণের স্থান : ছেড়া দ্বীপসর্ব উত্তরের উপজেলা ও জেলা : তেতুলিয়া, পঞ্চগড়
সর্ব দক্ষিণের উপজেলা ও জেলা : টেকনাফ, কক্সবাজার
সর্ব পূর্বের জেলা : বান্দরবান
সর্ব পশ্চিমের জেলা : চাঁপাই নবাবগঞ্জ
সর্ব দক্ষিণের স্থান : ছেড়া দ্বীপ
সর্ব উত্তরের স্থান : বাংলাবান্ধা
বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন : সেন্ট মার্টিন, কক্সবাজার জেলা (আয়তন ১২ বর্গ কি.মি.)
বাংলাদেশের বৃহত্তম গ্রাম : বানিয়াচং, (হবিগঞ্জ জেলা)
বাংলাদেশের বৃহত্তম দ্বীপ : ভোলা
উচ্চতম শৃঙ্গ : তাজিনডং (বিজয়)
উচ্চতম পাহাড় : গারো পাহাড়
বৃহত্তম পানি সেচ প্রকল্প : তিস্তা সেচ প্রকল্প
বাংলাদেশের প্রবেশদ্বার : চট্টগ্রাম
সর্ব উত্তরের স্থান : বাংলাবান্ধা
বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন : সেন্ট মার্টিন, কঙ্বাজার জেলা (আয়তন ১২ বর্গ কি.মি.)
বাংলাদেশের বৃহত্তম গ্রাম : বানিয়াচং, (হবিগঞ্জ জেলা)
বাংলাদেশের বৃহত্তম দ্বীপ : ভোলা
উচ্চতম শৃঙ্গ : তাজিনডং (বিজয়)
উচ্চতম পাহাড় : গারো পাহাড়
বৃহত্তম পানি সেচ প্রকল্প : তিস্তা সেচ প্রকল্প
বাংলাদেশের প্রবেশদ্বার : চট্টগ্রাম
ঋতু : ৬ টি (গ্রীষ্ম, বর্ষা, শরত, হেমন্ত, শীত ও বসন্ত)
গড় বৃষ্টিপাত : ২০৩ সে.মি
বৃষ্টিপাত অঞ্চল : সর্বোচ্চ বৃষ্টিপাত সিলেটের লালখান অঞ্চলে এবং সর্বনিম্ন বৃষ্টিপাত নাটোরের লালপুরে।
জলবায়ু : বাংলাদেশের ক্রান্তীয় জলবায়ু অঞ্চলে অবস্থিত। কিন্তু সমুদ্র ও গ্রীষ্মের তীব্রতা খুব বেশি নয়।
উষ্ণতম স্থান : লালপুর, নাটোর
শীতলতম স্থান : শ্রীমঙ্গল, মৌলভীবাজার
আবহাওয়া : নাতিশীতোষ্ণ আবহাওয়া বিদ্যমান
আবহাওয়া অফিস : ৩টি (ঢাকা, পতেঙ্গা(চট্টগ্রাম) ও কঙ্বাজার)
ভূ-উপগ্রহের সংখ্যা : ৪টি (মহাখালী, ঢাকা; বেতবুনিয়া, তালিবাবাদ ও সুনামগঞ্জ)।
শিক্ষা : প্রাথমিক শিক্ষা অবৈতনিক ও বাধ্যতামূলক।
জাতীয় টেলিভিশন : বাংলাদেশ টেলিভিশন
টেলিভিশন কেন্দ্র : ২টি (ঢাকা ও চট্টগ্রাম)
প্রধান প্রধান রাজনৈতিক দল : বাংলাদেশ আওয়ামীলীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয় পার্টি, জামাতে-ই-ইসলামী বাংলাদেশ, গণ ফোরাম, বাংলাদেশ খেলাফত মজলিশ, বিকল্প ধারা বাংলাদেশ, কৃষক শ্রমিক জনতা লীগ, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল(জাসদ) ইত্যাদি।
প্রধান প্রধান সংবাদপত্র : দৈনিক প্রথম আলো, দৈনিক ইত্তেফাক, যুগান্তর, সমকাল, ইনকিলাব, সংগ্রাম, বাংলাদেশ প্রতিদিন, আমার দেশ, ডেইলি স্টার, অবজারভার, নিউ এইজ, সকালের খবর ইত্যাদি।
প্রধান প্রধান টেলিভিশন চ্যানেল : বিটিভি, চ্যানেল আই, এনটিভি, আরটিভি, বাংলাভিশন, এটিএন বাংলা, ইসলামিক টিভি, দেশ টিভি, একুশে ইটিভি, ইনডিপেনডেন্ট, বৈশাখী, মাছরাঙ্গা, চ্যানেল ৯, চ্যানেল ১৬, চ্যানেল ২৪, চ্যানেল ৭১, গাজী টিভি ইত্যাদি।
সংবাদ সংস্থা : বাসস, ইউএনবি, বিএনএস, ইস্টার্ন নিউজ এজেন্সি, আবাস, নিউজ মিডিয়া ইত্যাদি।
আন্তর্জাতিক বিমান বন্দর : ৩টি (ঢাকা, চট্টগ্রাম, সিলেট)
বিমান সংস্থার নাম : বাংলাদেশ বিমান
কেন্দ্রীয় ব্যাংক : বাংলাদেশ ব্যাংক
প্রধান আমদানী দ্রব্য : খাদ্যসামগ্রী, শিল্পের কাঁচামাল, অপরিশোধিত তেল, কল-কব্জা, খুচরা যন্ত্রাংশ, রাসায়নিক দ্রব্য, ইকুইপমেন্ট, তুলা, সার, ভোজ্য তেল, মোবাইল, ইলেকট্রনিক সামগ্রী ইত্যাদি।

List of Blog site of Bangladesh:
Somewhereinblog
Prothom-alo Blog
Amar Blog
Projonmo Blog
Prioyo Blog
Techtunes Blog
Tunerpage Blog
Sachalayatan Blog
Pchelplinebd
Bdnews24 Blog


Some useful information of Bangladesh:

Earn Money Online


Villages of Bangladesh

Union Parishad

Municipality in Bangladesh

Ministers in Bangladesh , Abbreviation Bangladesh

World

Bangladesh , India , Pakistan , Sri Lanka , Maldives , United States

Bangladesh Districts